তোরণ নির্মাণ নয়, কাজে নেমে পড়ুন : কাদের

নিজস্ব প্রতিবেদক : তোরণ নির্মাণ না করে, নেতাদের ফুলের মালা না দিয়ে নেতা-কর্মীদের কাজে নেমে পড়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে স্মার্ট আধুনিক টিম ওয়ার্ক শুরু করেছি। অহেতুক সময় নষ্ট করা যাবে না। তোরণ নির্মাণের দরকার নেই, নেতাদের জন্য ফুলের মালার দরকার নেই, কাজে নেমে পড়ুন।’

সোমবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে একটি কমিউনিটি সেন্টারে ‘৩ নভেম্বর জেলহত্যা দিবস’ উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘দুই-একজনের খারাপ আচরণের জন্য শেখ হাসিনার অর্জন ম্লান হতে দেব না। দল ও সরকারের ভাবমূর্তি খারাপ হতে দেব না। কিছু লোকের খারাপ আচরণে দলের ভাবমূর্তি নষ্ট হতে দেব না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘হতাশ হবেন না। রাজনীতিতে লেগে থাকেন। একদিন না একদিন সুফল পাবেন। রাজনীতিতে ধৈর্য আর পরিশ্রমের বিকল্প নেই। আমাদের দিকে তাকান। এর সবচেয়ে বড় উদাহারণ আমি। নেত্রী ধৈর্য ও পরিশ্রম পছন্দ করেন। চামচাগিরি করে সাময়িক মূল্যায়ন পাবেন, তবে সময় হলে এ মূল্যায়নের রঙিন বেলুন চুপসে যাবে। প্রকৃত কর্মীর মূল্যায়ন হবেই।’

তিনি বলেন, ‘২০১৯ সালে জাতীয় নির্বাচন। হাতে আর বেশি সময় নেই। ফুলের মালা নয়, নেত্রী জনগণের সঙ্গে মেশা পছন্দ করেন। নেত্রীর লক্ষ্য ভিশন-২১। তা বাস্তবায়নে আমাদের কাজ করে যেতে হবে।’

একই সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘সিপাহী বিপ্লবের নামে মূলত ৩ নভেম্বর জেলহত্যা জায়েজ করার চেষ্টা চালাচ্ছে। আমরা তাদের এই ষড়যন্ত্র কঠোরভাবে দমন করব। এবার সিপাহী বিপ্লবের নামে কাউকে মাঠে নামতে দেওয়া হবে না।’

জিয়াউর রহমানকে ১৫ আগস্টের নেপথ্যের নায়ক দাবি করে তিনি আরও বলেন, ‘জিয়ার নির্দেশে ৩ নভেম্বর জেলহত্যাকাণ্ড সম্পন্ন হয়েছিল। জিয়ার বিচার করলেই জাতি কলঙ্কমুক্ত হবে।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, সহ-সভাপতি আসলামুল হক, শেখ বজলুর রহমান প্রমুখ।