ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর ঘরোয়া উপায়

উজ্জ্ব’ল ত্বক সহ’জেই সবার নজর কেড়ে নেয়। রোদে পুড়ে কিংবা মান’সিক চাপে ত্বক তার নিজস্ব উজ্জ্ব’লতা হারাতে থাকে। তবে সমস্যা যেমন আছে তেমনি রয়েছে এর সমা’ধানও।

ত্বকের প্রতি একটু যত্নবান হলেই আপনি আপনার ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্ব’লতা ফিরিয়ে আনতে পারবেন।

দুটি ঘরোয়া ফেস প্যাক বেশ কার্য’করী ভূমিকা রাখে। চলুন জেনে নেয়া যাক ত্বক উজ্জ্বল করার দুটি পদ্ধতি সম্প’র্কে-

১. একটি পাত্রে ডিম এবং টকদই এক’সঙ্গে ভালো করে ফেটে নিন। এর স’ঙ্গে কয়েক ফোঁটা মধু এ বং লেবুর রস মে’শাতে পারেন। এই প্যাক’টি মুখ এবং ঘাড়ে ভালো করে লাগান। ১৫ থেকে ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যা’কটি ত্বকের উজ্জ্ব’লতা বৃদ্ধিতে বেশ কার্য’কর।

২.একটি ডি’মের কুসুম, এক চা চামচ মধু এবং এক চা চামচ বাদাম তেল এক’সঙ্গে মিশিয়ে নিন। এবার এটি আ’ঙ্গুল দিয়ে ত্বকে ম্যাসা’জ করে লাগান। ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সাত দিনেই ফলা’ফল দেখতে পারবেন।