ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের ভরাডুবি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ত্রিপুরা রাজ্যের পৌরসভা নির্বাচনে ভরাডুবি ঘটেছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের। ২০২৩ সালে রাজ্যটিতে বিধানসভা ভোটের পরের বছরই লোকসভা নির্বাচন।

‘ত্রিপুরায় খেলা হবে’ বলে স্লোগান তুলে পৌরসভা ভোটের আগে জোর লড়াইয়ে নেমেছিল মমতার দল, তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা।

পশ্চিমবঙ্গের পরপরই সবচেয়ে বেশি বাংলা ভাষাভাষীর বসবাস ত্রিপুরায়। পশ্চিমবঙ্গের মতোই বাঙালি-অবাঙালি কিংবা ধর্ম বিভাজন নিয়ে রাজনীতি হয়ে আসছে রাজ্যটিতে।

বিশেষ করে, রাজ্যের শাসক দল ভারতীয় জনতা পার্টির হিন্দুত্ববাদের বিরুদ্ধে বহুদিন ধরেই রাজনীতি করে আসছে বামফ্রন্ট, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস।

তবে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে এবারও ত্রিপুরার স্থানীয় সরকার নির্বাচনে নিজেদের অবস্থান ধরে রেখেছে বিজেপি। রাজ্যের ১৩টি পৌরসভা এবং ৬টি নগর পঞ্চায়েতের মধ্যে একটিরও দখল নিতে পারেনি তৃণমূল। আর ৩২৯টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল প্রতিনিধি জয় পেয়েছে কেবল একটিতে। বামফ্রন্ট জিতেছে পাঁচটিতে। বাকি সব আসনে জয় পেয়েছে বিজেপি।

তবে, ত্রিপুরা পৌরসভা নির্বাচনের ফল নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তৃণমূল। অন্যদিকে বিজেপি বলছে, তৃণমূলকে ত্রিপুরার মানুষ উচিত জবাব দিয়েছেন। তবে মিশ্র প্রতিক্রিয়া কংগ্রেস ও বামফ্রন্টের।

এদিকে ত্রিপুরার পৌরভোটে মমতার দল খাতা খুলতে না পারলেও কলকাতা করপোরেশন নির্বাচনে ভালো ফল করার তৃণমূল নেতৃত্বের।