দক্ষিণখানে ব্যবসায়ীকে গুলি করে হত্যাঃ জাপানি হান্নানসহ ৭ জন রিমান্ডে

রাজধানীর দক্ষিণখানে রড-সিমেন্ট ব্যবসায়ী আবদুর রশিদকে গুলি করে হত্যার ঘটনায় জাপানি হান্নানকে ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বাকি সাতজনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিন করে রিমান্ড আবেদন করেন দক্ষিণখান থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজহারুল ইসলাম।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ আসামিদের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া অস্ত্র আইনে করা মামলায় জাপানি হান্নানের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, বুধবার (২৪ মার্চ) সকালে দক্ষিণখানের আইনুসবাগে বালি ফেলাকে কেন্দ্র করে আব্দুর রশিদকে গুলি করেন জাপানি হান্নান। এরপর হান্নানের বাড়ি জাপানি কটেজ থেকে অস্ত্রসহ হান্নানকে গ্রেফতার করে দক্ষিণখান থানা পুলিশ।

এরপরে ওই এলাকা থেকে হান্নানের আরও এক সহযোগীকে গ্রেফতার করা হয়। বুধবার রাতেই ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে জাপানি হান্নানসহ ১৩ জনের বিরুদ্ধে দক্ষিণখান থানায় একটি হত্যা মামলা দায়ের করে।