দক্ষিনখানে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে একজনের মৃত্যু

রিয়াজ রহমানঃ রাজধানীর দক্ষিনখান মধ্য ফায়দাবাদ এলাকায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা গেছেন রোকন মিয়া(২০) নামের একজন। আজ সকাল আনুমানিক পৌনে ৬টার দিকে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা যায়, অটোরিক্সা চার্জ থেকে খোলার সময় এমন ঘটনা ঘটে। রোকন মিয়ার বাড়ি গাইবান্ধায়, তিনি ঢাকায় তার ফুপুর সাথে থাকতেন।

উপস্থিত জনতা জানান, এই গ্যারেজের মালিক মোঃ সুমন। তিনি দীর্ঘদিন যাবৎ এই গ্যারেজে অটোরিক্সা ভাড়ার ব্যবসা করছেন। রোকন মিয়া গত ৩মাস ধরে ওই গ্যারেজে কাজ করতেন।

সকালে রোকন মিয়াকে বিদ্যুৎপৃষ্ঠ অবস্থা থেকে উদ্ধারের সময় আহত হন একজন। পরে পুলিশের সহযোগীতায় রোকন মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানকার কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উদ্ধারের সময় সেখানে উপস্থিত ছিলেন দক্ষিনখান থানার এস আই শফিউল আলম ও এ এস আই রাজ্জাক। এস আই শফিউল আলম বলেন, প্রাথমিকভাবে আমরা যা শুনেছি তা আমলে নিয়ে এগুচ্ছি। তদন্তে আরো তথ্য বের হয়ে আসবে।

এলাকাবাসিরা জানান, এই গ্যারেজগুলো সবার জন্য বিপদজনক। কেউ এই বিষয়ে কোন পদক্ষেপ না নিলে যে কোন বড় ধরনের বিপদের সম্ভাবনা আছে।