‘দলিত জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর’

জ্যেষ্ঠ প্রতিবেদক : নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘দলিত জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর।’

রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘দলিত জনগোষ্ঠীর জীবন উন্নয়ন’ বিষয়ক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী।

শাজাহান খান আরো বলেন, ‘দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। দলিতদের জন্য বিভিন্ন ক্ষেত্রে কোটা ব্যবস্থা রয়েছে। তাদের উন্নয়নে পর্যায়ক্রমে বিভিন্ন বাস্তবধর্মী পদক্ষেপ নেওয়া হবে।’

ইউরোপীয় ইউনিয়ন এবং খ্রিষ্টান এইডের সহায়তায় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কালেকটিভ (আরডিসি) এবং নাগরিক উদ্যোগ এ কর্মশালার আয়োজন করে।

আরডিসির চেয়ারপারসন অধ্যাপক ড. মেসবাহ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সংসদ সদস্য নাজমুল হক প্রধান, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেইন, খ্রিষ্টান এইডের কান্ট্রি ডিরেক্টর শাকেব নবী এবং ইইউ প্রতিনিধি ড. আন্না লিক্সি।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল ইসলাম খান।