দলীয় মনোভাবাপন্ন কেউ এলে মানবে না বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : নতুন নির্বাচন গঠনের জন্য গঠিত সার্চ কমিটিতে দলীয় মনোভাবাপন্ন ব্যক্তি এলে তা বিএনপি মানবে না বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।

রাষ্ট্রপতির কার্যালয় থেকে সার্চ কমিটিতে যেসব নাম পাঠানো হয়েছে সেগুলো জানার পর কমিটিকে স্বাগত জানাবে, না কী প্রত্যাখ্যান করবে- সেই বিষয়ে বিএনপি অবস্থান জানাবে বলেও জানান তিনি।

বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ‘জাতীয় নাগরিক সংসদ’ নামের একটি সংগঠন এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নতুন নির্বাচন কমিশন গঠনে ছয় সদস্যের সার্চ কমিটির চিঠি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়। সেখান থেকে একটি সারসংক্ষেপ আকারে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর সেটি আবার রাষ্ট্রপতির কছে যাবে। রাষ্ট্রপতির অনুমোদনের পর ওই বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

রিজভী বলেন, ‘আমরা শুনেছি মন্ত্রী পরিষদ না কি একটি নামের তালিকা পাঠিয়েছেন। আমরা জানি না, অফিসিয়ালি এখনো হয়নি। যদি সেই নামগুলো দলীয় মনোভাবাপন্ন হয় আমরা কখনও সেই নামগুলো মানবো না।’

‘আমরা আগে দেখি সার্চ কমিটিতে কী ধরনের নামগুলো আসছে, সেক্ষেত্রে বিবেচনা করে জানাবো। কিন্তু যেখানে যদি আওয়ামী লীগের চেতনা ও ইচ্ছার প্রতিফলন ঘটে বিএনপি সেটি প্রত্যাখান করবে এবং বিএনপির তার সব শক্তি দিয়ে প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাবে’, বলেন বিএনপির এই মুখপাত্র।

বিএনপিকে যাতে সার্চ কমিটি প্রত্যাখ্যান করতে না হয়, সে ধরনের সার্চ কমিটি করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বানও জানান তিনি।

রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে রুহুল কবির রিজভী বলেন, ‘আপনি সার্চ কমিটি নিয়ে গুরুদায়িত্ব পালন করবেন। না পারলে বিএনপির শক্তিশালী কর্মসূচি নিয়ে মাঠে নামা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না।’

সার্চ কমিটি রাষ্ট্রপতির জন্য অগ্নিপরীক্ষা মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘আপনি দীর্ঘদিন আওয়ামী লীগ করেছেন এখন আপনার কাছে আওয়ামী লীগ বড় হবে, না কী রাষ্ট্র বড় হবে- এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সময় এসেছে। আপনার যে রাজনৈতিক দল, যে দলটির রাজনীতি করেছেন সেই রাজনৈতিক দলটির ইচ্ছা, আকাঙ্খার কাছে পরাজিত হবেন না কী দেশ ও রাষ্ট্র বড় হবে।’

তিনি বলেন, ‘শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের জন্য সবার কাছে গ্রহণযোগ্য মানুষকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে। তাদের খোঁজ করার জন্য যে সার্চ কমিটি হবে তাদেরও নিরপেক্ষ হতে হবে। সেখানে যদি আওয়ামী লীগের প্রতিফলন ঘটে তা কখনো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে না।’