দলের পদ থেকে অবসর পেলে খুশি হব

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতির পদ থেকে আগামী সম্মেলনে অবসর নেওয়ার সুযোগ পেলে সবচেয়ে খুশি ও আনন্দিত হবেন বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ।

যুক্তরাষ্ট্র ও কানাডা সফর নিয়ে রোববার বিকেলে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন। পবিত্র ঈদুল আজহার পরদিন কানাডায় গ্লোবাল ফান্ড সম্মেলন এবং যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়েন তিনি। ১৭ দিনের সফর শেষে গত শুক্রবার বিকেলে দেশে ফেরেন। এই সফরে ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ পুরস্কার পান তিনি।

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগের সম্মেলন জন্মলগ্ন থেকেই নিয়মিতভাবে হয়ে চলেছে।  কখনো সামরিক আইন, কখনো জরুরি অবস্থা, ৭১ ও ৭৫ সলের মতো ঘটনা বা এরকম নানা ধরনের ঘটনা যখন ঘটেছে, তখন সম্মেলনে কিছুটা সময় লেগেছে বা কিছু কিছু বাধা হয়েছে। কিন্তু বাংলাদেশের এই একটা মাত্র রাজনৈতিক দল যে দলটা সুষ্ঠুভাবে সংগঠন করে আসছে।’

তৃণমৃল পর্যায়ে জেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের কথা উল্লেখ করে দলীয় সভাপতি শেখ হাসিনা বলেন, ‘এজন্য সময় লাগে। এখন তো জনসংখ্যা বেড়ে গেছে। এরপর সংগঠনও বৃদ্ধি পেয়েছে। আমরা আমাদের সম্মেলন আরও আগে করতে চেয়েছিলাম। কিন্তু নানা কারণে আমরা করে উঠতে পারিনি। এখন যে তারিখ তা বদলাবে না। এই তারিখটাই ঠিক থাকবে। ইনশাআল্লাহ সম্মেলন খুব সুষ্ঠুভাবে হবে।’ আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০ তম সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সম্মেলনের নেতৃত্ব নির্বাচন- এটা আমাদের কাউন্সিলররা করবেন। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের কাউন্সিলর সংখ্যাও বেড়ে গেছে। যত সংখ্যক কাউন্সিলর হয় ঠিক সমসংখ্যক ডেলিগেট আসেন। আর এত বড় একটা রাজনৈতিক দল। আমাদের নেতাকর্মীরা আসবেন। আমরা তাদের মতামত নেব। তারা যে ভাবে চাইবেন, যাদেরকে নেতৃত্বে চাইবেন, তারাই থাকবে।

আমি আর কারও কথা বলতে পারি না। আমার কথা বলতে পারি। আমার তো দলীয় পদে ৩৫ বছর হয়ে যাচ্ছে। এখন যদি আমাকে রিটায়ারমেন্টে যাওয়ার সুযোগ দেয় আমি সব থেকে খুশি হবো।’

সংবাদ সম্মেলনে উপস্থিত দলীয় নেতারা এ সময় সমস্বরে ‘না না’ বলে ওঠেন। দলীয় নেতাদের আশ্বস্ত করে এরপর শেখ হাসিনা আরও বলেন, ‘না না আমি থাকব। আমি তো দল ছেড়ে যাচ্ছি না। আমি দলেই থাকব। যদি নতুন নেতা নির্বাচিত করা হয় আমি সব থেকে বেশী আনন্দিত হবো। এত দীর্ঘ সময় এত দায়িত্ব পালন করা- এটা কম কথা নয়। কাজেই আমি এটা চিন্তা করি। এটা বলতে পারি।’

তিনি আরও বলেন, ‘আমি যখনি যাই করি না কেন মতামত নিয়েই করি। ইতোমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। সবার কাছ থেকে মতামত সংগ্রহ করছি। আমরা বসে নেই।’

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পাশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ।