দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু

নিজস্ব প্রতিবেদক : দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত।

আজ রোববার বিকেল ৫টা ৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এর আগে স্পিকারের সভাপতিত্বে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী ১০ অক্টোবর পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত হয়েছে। প্রতিদিন অধিবেশন শুরু হবে বিকেল ৫ টায়।

গত ৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদের অধিবেশন আহ্বান করেন।

সংসদ সচিবালয় সূত্র জানান, শুরু হওয়া অধিবেশনের জন্য পুরনো ১১টিসহ মোট ১৫টি বিল জমা পড়েছে। নতুন চারটি বিল পাসের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য অধিবেশন আহ্বান করা হয়েছে। এটি সংসদের শরৎকালীন অধিবেশন। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন হতে হবে।

গত ১ জুন দশম জাতীয় সংসদের ১১তম (বাজেট) অধিবেশন শুরু হয়ে ২৭ জুলাই শেষ হয়।