দশম জাতীয় সংসদের ২০১৮ সালের প্রথম অধিবেশন শুরু

নিজস্ব প্রতিবেদক : রোববার বিকেল ৪টায় স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।
দশম জাতীয় সংসদের ২০১৮ সালের প্রথম অধিবেশন শুরু হয়েছে।

রেওয়াজ অনুযায়ী, অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন। সন্ধ্যায় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি।

সংসদ অধিবেশন শুরুর পর স্পিকার শিরিন শারমিন চৌধুরী অধিবেশনের সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করেন। এরা হলেন- অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, পঞ্চানন বিশ্বাস, বি এম মোজাম্মেল হক, ফখরুল ইমাম ও সৈয়দা সায়েরা মহসিন।

আগামী ২৮ ফেব্রয়ারি পর্যন্ত সংসদের শীতকালীন এ অধিবেশন চলবে।

১৯তম অধিবেশনে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিল পাস ও উত্থাপন হতে পারে। সমসাময়িক বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ২০ ডিসেম্বর এ অধিবেশন আহ্বান করেন।