দিনাজপুরে কম্পিউটারের দোকানে সিগারেটের প্যাকেট থেকে ২ রাউন্ড গুলি উদ্ধার

বিশেষ প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী কাটলা বাজার নামক স্থানে একটি কম্পিউটার দোকানে তল্লাশী চালিয়ে দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি।
জানা গেছে, সোমবার (১লা মে) ভোরের পূর্বে প্রায় মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার তায়েজ উদ্দিন সঙ্গীয় সৈনিকসহ উপজেলার কাটলা বাজারের দক্ষিন পার্শ্বে সাগরের কম্পিউটারের দোকানের সামনে অবস্থান নেয়। এসময় দোকান মালিকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তারা রাতে দোকান খুলতে অস্বীকার করে এবং ফোন বন্ধ করে রাখে। এরপর কাটলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন ও বণিক কমিটির সাধারণ সম্পাদক সামসুল মিয়াসহ বাজারে উপস্থিত লোকজনের সামনে দোকানের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে তল্লাশী করা হয়। অতঃপর দোকানের র‌্যাকের ভিতর গোল্ড-লিফ সিগারেটের খালি প্যাকেটের মধ্যে থ্রী-নাট-থ্রী রাইফেলের ১ রাউন্ড এবং নাইন এম এম এস এম-জি পিস্তলের ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এই রির্পোট লেখা পর্যন্ত দোকান মালিক আনিছুর রহমানকে আসামী করে বিরামপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়। ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কোরবার আলী ২ রাউন্ড গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।