দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ গোটা উত্তর-পশ্চিমাঞ্চল। ৭২ বছরের মধ্যে এপ্রিলের প্রথমার্ধে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা ছাড়িয়ে গেছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। খবর এনডিটিভির।

দেশটির আবহাওয়া বিভাগ বলছে, সোমবার (১১ এপ্রিল) ভারতের রাজধানীর তাপমাত্রা ছাড়িয়ে গেছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার তুলনায় যা প্রায় ৮ গুণ বেশি।

শুধু রাজধানী নয়াদিল্লি নয়, ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলও ভুগছে তীব্র দাবদাহে। রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশের অবস্থা সবচেয়ে ভয়াবহ।