দীর্ঘ ৩৬৫ দিনের ছুটিতে ফারিন

বিনোদন প্রতিবেদক : কিছুদিন আগে রুপালি ভুবনে নাম লেখান নবাগত চিত্রনায়িকা হুমায়রা ফারিন। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ‘ধ্যাততেরিকি’ নামের সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার।

শামীম আহমেদ রনি পরিচালিত এ সিনেমাটি চলতি বছর সারাদেশে মুক্তি পায়। সিনেমাটির মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। তবে আগামী এক বছর সিনেমার কাজ থেকে দূরে থাকবেন ফারিন।

এ প্রসঙ্গে ফারিন রাইজিংবিডিকে বলেন, ‘আমার পরিবার চাচ্ছে আগে লেখাপড়া শেষ করি তারপর মিডিয়ায় কাজ করি। তাদের ইচ্ছেমতো দেশের বাইরে গিয়ে লেখাপড়া করব। সেখান থেকে এক বছর পর এসে চলচ্চিত্রে নিয়মিত হব। এর মধ্যে গ্রুমিংটাও শেষ করে নিব। শিখে চলচ্চিত্রে কাজ করতে চাই।’

ফারিন স্টেট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী। চলচ্চিত্রে অভিনয়ের ব্যস্ততার কারণে এতদিন লেখাপড়ায় নিয়মিত হতে পারেননি। এ কারণেই এক বছরের বিরতি নিচ্ছেন ফারিন।

ফারিন অভিনীত ‘ধ্যাততেরিকি’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ। এ সিনেমায় ফারিনের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক রোশান। এ ছাড়াও অভিনয় করেন আরিফিন শুভ-নুসরাত ফারিয়া জুটি। রয়েছেন সুষমা, রজতাভ দত্ত, সাদেক বাচ্চু, শামীম হোসেন, চিকন আলী প্রমুখ।

সাভারের মেয়ে ফারিন এর আগে র‌্যাম্প ‌মডেল হিসেবে টুকটাক কাজ করেছেন।