দুই ভাগ হয়ে ডুবে যাওয়া জাহাজের ক্রুদের উদ্ধারে অভিযান চলছে

আন্তর্জাতিক ডেস্ক : কৃষ্ণ সাগরের রাশিয়া উপকূলে কের্চ প্রণালিতে ফেটে দুই ভাগ হয়ে ডুবে যাওয়া জাহাজের ক্রুদের উদ্ধারে অভিযান চলছে।

স্থানীয় সময় বুধবার সকালে উদ্ধারকর্মীরা জাহাজ ডুবে যাওয়ার স্থানে পৌঁছায়। তারা এক ক্রুকে উদ্ধার করতে পেরেছে। বাকিদের ভাগ্যে কী হয়েছে, তা এখনো অনিশ্চিত।

জাহাজটিতে ১২ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে নয়জন ইউক্রেনের, দুজন রাশিয়ার এবং একজন জর্জিয়ার নাগরিক। রাশিয়ার আজোভ বন্দর থেকে শস্য নিয়ে তুরস্কের উদ্দেশে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে জাহাজটি। জাহাজের তেল ছড়িয়ে পড়েছে সাগরে।

রাশিয়ার নৌকর্তৃপক্ষ জানিয়েছে, জেরই আর্সেনালা নামে ৩ হাজার ৫০০ টন ওজনের জাহাজটি ফেটে দুই ভাগ হয়ে যায় এবং বুধবার ভোরের দিকে ডুবে যায়। ক্রুদের মধ্যে কেউ বেঁচে আছে কি না, সেজন্য অভিযান চলছে। তবে ঝড়ো বাতাসে তা বাধাগ্রস্ত হচ্ছে।

২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করে নেওয়ার পর জলপথে কের্চ প্রণালির সঙ্গে ক্রিমিয়ার যোগাযোগ গড়ে তুলেছে রাশিয়া।