দুই লাখ কোটিপতির হাতে বাংলাদেশের ৯৫ শতাংশ সম্পদ রয়েছে

নিজস্ব প্রতিবেদক : দুই লাখ কোটিপতির হাতে বাংলাদেশের ৯৫ শতাংশ সম্পদ রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি মোস্তফা আলমগীর রতন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ কথা বলেন তিনি।

মোস্তফা আলমগীর রতন বলেন, কিছু কিছু মানুষ আজ বাংলাদেশের অর্থনীতি কুরে কুরে খাচ্ছে। দুই লাখ কোটিপতি মানুষ যারা বাংলাদেশের ৯৫ শতাংশ সম্পদের মালিক। আর ৯৫ শতাংশ মানুষ পাঁচ ভাগ সম্পদের মালিক। এ রকম বৈষম্য রেখে একটি দেশ চলতে পারে না। লুটপাট ও নব্য ধনিক শ্রেণির মানুষ বাংলাদেশে এ সম্পদের মালিক। বিভিন্ন সেক্টরে দুর্নীতি ও লুটপাট করে তারা অগাধ সম্পদের মালিক হয়েছেন।

তিনি বলেন, যারা বাংলাদেশের চাকাকে সচল রেখেছে, যাদের শ্রমে দেশের চাকা সচল, সেই যুব সমাজ আজ হতাশায় নিমজ্জিত হয়ে মাদক সেবন করছে।

লুটপাট, দুর্নীতি, অসততার বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছে সবাইকে এ লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

মোস্তফা আলমগীর রতনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান কলিস, ওমর ফারুক সুমন, জাহাঙ্গীর আলম প্রমুখ।

সমাবেশ থেকে সংগঠনটি একটি মিছিল বের করে। মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে হাইকোর্ট মোড় ঘুরে পল্টন মোড়ে এসে শেষ হয়।