দুই শিশুর ভিডিও কলের কথোপকথন ভাইরাল

নিউজ ডেস্ক : আমরা সবাই ভালো লাগার মানুষের সঙ্গে কথা বলতে পছন্দ করি। অনেকে যারা দেশের বাইরে থাকেন তারা দেশের কাউকে পেলে নিজের ভাষায় কথা বলতে মত্য হয়ে ওঠেন।

কিন্তু কখনো কোনো শিশুকে দেখেছেন, যে কিনা ভালো করে কথা বলতে পারে না তবুও আরেক শিশুর সঙ্গে ভিডিও কলে কথোপকথন করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের এক পরিবারের ধারণকৃত এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিও কলে দুইটি শিশু প্রথমবারের মতো কথা বলছে। তারা কেউ স্পষ্ট করে কথা বলতে পারে না। কিন্তু তারা নানা ধরনের শব্দ করছে এবং উচ্ছ্বাসে গড়িয়ে পড়ছে।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি অনেকেই পছন্দ করেছে। ভিডিওটি দেখে একজন মন্তব্য করেন, ‘শিশু দুইটি এমন ভাবে কথা বলছে যেন তাদের খুব ভালো সময় কাটছে।’ আরেকজন মন্তব্য করেন, ‘হায় ঈশ্বর, আমি এর থেকে সুন্দর কিছু দেখিনি আমার জীবনে।’

একটি গবেষণায় বলা হয় যে, শিশুদের জীবনের প্রথম কয়েক মাসের মধ্যে মস্তিষ্ক এতোটাই উন্নত হয় যে, টেলিভিশন এবং ভিডিও কলের মধ্যে মানুষের পার্থক্য বুঝতে পারে।

তথ্যসূত্র : ডেইলি মেইল