দুই সাংবাদিককে মারধরের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

বৃহস্পতিবার কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা চত্ত্বরে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন করা হয়। এতে শতাধিক সাংবাদিক অংশ নেন।

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে হরতাল চলাকালে ২৬ জানুয়ারি শাহবাগে এটিএন নিউজের দুই সাংবাদিককে মারধর করেন পুলিশ সদস্যরা।

এ ঘটনার প্রতিবাদে গত ২৮ জানুয়ারি শাহবাগে মানববন্ধন করেন সাংবাদিকরা। ওই দিন ২ ফেব্রুয়ারি কারওয়ানবাজারে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রাক্তন মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহামুদ, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) প্রাক্তন সাধারণ সম্পাদক কামরুজ্জামান।

মানববন্ধনে শাবান মাহমুদ বলেন, এটিএন নিউজের ক্যামেরাপারসন আব্দুল আলিম ও রিপোর্টার কাজী এহসান বিন দিদারকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। যৌক্তিক সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ঢাকাসহ সারা দেশে আন্দোলন গড়ে তোলা হবে।

সাংবাদিক নেতারা বলেন, কিছু পুলিশ সদস্য সাংবাদিকদের ওপর হামলা করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তাই তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান সাংবাদিক নেতারা।

উল্লেখ, গত ২৬ জানুয়ারি বৃহস্পতিবার জাতীয় কমিটির ডাকা হরতালের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের হামলার শিকার হন বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের রিপোর্টার কাজী এহসান বিন দিদার ও ক্যামেরাপারসন আব্দুল আলিম।