দুজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দুই ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।

বুধবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ দাখিল করা হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর ঋষিকেষ সাহা। তাদের বিরুদ্ধে অভিযোগ আমলের নেওয়ার বিষয়ে শুনানির জন্য ২২ নভেম্বর দিন ধার্য্য করেছেন আদালত।

দুই আসামির মধ্যে রিয়াজ উদ্দিন ফকির (৬৫) গ্রেপ্তারের পর কারাগারে আছেন। আরেক আসামি ওয়াজউদ্দিন (৭০) পলাতক। এই মামলার আরেক আসামি আমজাদ আলী (৮৮) গ্রেপ্তারের পর দুর্ঘনায় মারা গেছেন।

তদন্ত কর্মকর্তা আতাউর রহমান ২০১৪ সালের ১০ অক্টোবর তদন্ত শুরু করেন। চলতি বছর ১৮ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। অভিযুক্ত দুই আসামিই জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানান তদন্ত কর্মকর্তা।

২০১৫ সালের ১১ আগস্ট ফুলবাড়ীয়া ভালুকজান গ্রামের রিয়াজ উদ্দিন ফকিরকে গ্রেপ্তার করে পুলিশ।