দুপুরের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের আশঙ্কা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আজ শনিবার সকালে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় বিভিন্ন স্থানে যানবাহনের ধীরগতি দেখা গেছে। এতে ছয়দানা থেকে তেলিপাড়া এলাকা পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

দুপুরের পর বেশির ভাগ কারখানায় শ্রমিকদের ঈদের ছুটি দেওয়া হবে। এ সময় একযোগে বাড়ি ছুটবেন শ্রমিকেরা। তাই তীব্র যানজটের আশঙ্কা করছে ট্রাফিক বিভাগ।

গাজীপুর মেট্রো ট্রাফিক পুলিশের ডিসি আব্দুল আল মামুন জানান, ঢাকা-ময়মনসিহ মহাসড়কে ঈদযাত্রা উপলক্ষ্যে গাড়ি ও মানুষের চাপ রয়েছে। যানজট এড়াতে বিভিন্ন স্থানে পুলিশ তৎপরতা চালাচ্ছে। এ ছাড়া চাপ সামাল দিতে বিকল্প উপায়ে শাখা সড়ক দিয়ে যান চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এ ট্রাফিক পুলিশ কর্মকর্তা।