দুর্গাপূজার সময় খুলনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার

খুলনা : দুর্গাপূজার সময় খুলনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জেলার মোট ৯০৭টি মণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজার সময় প্রায় তিন হাজার পুলিশ সদস্যসহ ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, ৯০৭টি মণ্ডপে পূজা আয়োজন করা হয়েছে। প্রতি মণ্ডপে সাত সদস্যের একটি টিম ডিউটি করবে। এ ছাড়া গুরুত্বপূর্ণ মণ্ডপ ও বিসর্জনের ঘাটগুলো সিসি ক্যামেরার আওতায় রাখা হবে।

তিনি আরো বলেন, মণ্ডপগুলোতে চলছে শেষ সময়ের রং তুলির কাজ। কেএমপির আওতাভুক্ত মণ্ডপগুলোতে এখন থেকেই পুলিশের তৎপরতা চলছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিএ হালিম জানান, পূজা মণ্ডপ এলাকায় ২৫টি ভ্রাম্যমাণ আদালত নিয়োজিত থাকবে। এছাড়া গোয়েন্দা ও ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা মাঠে থাকবে। অনেক এলাকায় মেটাল ডিটেকটর দিয়ে তল্লাশি করা হবে। নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।