দুর্ঘটনারোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন

নিজস্ব প্রতিবেদক : দুর্ঘটনারোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মন্ত্রী এ আহ্বান জানান। সভাটির আয়োজন করে ‘সেভ দ্য রোড’ নামে একটি সংগঠন।

শাজাহান খান বলেন, ‘যেকোনো দুর্ঘটনা রোধে শুধু সরকার নয়, সবাইকে এগিয়ে আসতে হবে। সরকারের একার পক্ষে কোনো কিছু নির্মূল করা সম্ভব নয়, যদি না জনগণ এগিয়ে না আসে।’

ঈদে নৌপথে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না জানিয়ে শাজাহান খান বলেন, ‘প্রতি বছরের মতো এবারও নৌপথে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পন্টুনসহ প্রতিটি বন্দরে নিয়োজিত থাকবে অতিরিক্ত জনবল। এবারও প্রতিটি বন্দর ও টার্মিনাল সিসি ক্যামেরার আওতায় থাকবে। এতে যেকোনো দুর্ঘটনা ঘটলে সেটা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।’

মন্ত্রী বলেন, ‘২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকাকালীন বছরে নৌদুর্ঘটনা ছিল সর্বোচ্চ ৩১টি ও সর্বনিম্ন ২০টি। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এক বছরে নৌদুর্ঘটনা ঘটেছে সর্বোচ্চ ১৬টি ও সর্বনিম্ন ২টি। এতেই বোঝা যায় ক্রমশ নৌদুর্ঘটনা কমছে।’

সেভ দ্য রোডের চেয়ারম্যান জেড এম কামরুল আনামের সভাপতিত্বে বক্তব্য রাখেন এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, সেভ দ্য রোডের মহাসচিব লায়ন শান্তা ফারজানা প্রমুখ।