দুর্ভোগে পড়েছেন ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-জয়দেবপুর মহাসড়কে চলাচলকারী যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : দুইদিনের টানা বৃষ্টিপাতে জলজট আর যানজটে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-জয়দেবপুর মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হোসেন সরকার জানান, গাজীপুরের নাওজোড় থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ফোর লেনের কাজ চলছে। এদিকে শুক্রবার থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণে রাস্তার খানাখন্দে পানি জমেছে। এতে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না। এ কারণে যানজট সৃষ্টি হয়েছে। এদিকে বৃষ্টির কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়েকের জয়দেবপুর চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত ১২ কিলোমিটার যানজটে সৃষ্টি হয়েছে।

বৃষ্টির কারণে ওই মহাসড়কের জয়দেবপুর চৌরাস্তা, ভোগড়া, বাইপাস মোড়, বাসন সড়ক, কুনিয়া, সাইনবোর্ড এলাকাসহ বিভিন্ন স্থানে পানি জমেছে। এতে গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে। গাজীপুরের ট্রাফিক পুলিশ জানায়, বৃষ্টির কারণে রাস্তায় জলাবদ্ধতা এবং রাস্তার বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হওয়ায় ভারি যানবাহন আটকে গিয়ে যানজটের সৃষ্টি হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, দুইদিনের প্রবল বর্ষণে গাজীপুরের বিভিন্ন রাস্তা পানিতে তলিয়ে গেছে। বৃষ্টির পানি রাস্তা ছাপিয়ে অনেকের বাসা বাড়িতে উঠেছে। বৃষ্টির কারণে মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। স্কুল-কলেজের ছাত্রছাত্রী, কলকারখানার শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে হাটু পর্যন্ত পানি মারিয়ে গন্তব্যে যেতে দেখা গেছে।