দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশকে আগাম তথ্য দিয়ে সহায়তা করবে ভারত

সচিবালয় প্রতিবেদক :
দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশকে আগাম তথ্য দিয়ে সহায়তা করবে ভারত।

বৃহস্পতিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর সঙ্গে ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীংলার সাক্ষাৎকালে তিনি এসব তথ্য জানান।

বৈঠক শেষে মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, বিগত বন্যায় আগাম তথ্য পাওয়ার কারণে বাংলাদেশ সুষ্ঠুভাবে বন্যা মোকাবিলা করতে পেরেছে। ভারতের এ ধরনের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।

ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীংলা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় তথ্য আদান-প্রদান জোরদার করতে সম্মত হয়েছে ভারত ও বাংলাদেশ। ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে তথ্য আদান-প্রদানের মাধ্যমে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় দুটি দেশ।

তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা হিসেবে ভারত বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য পাঁচ বছরের মালটিপল ভিসা দেবে। মুক্তিযোদ্ধাদের সন্তানদের ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি দেওয়া হবে।

এ সময় আগামী সপ্তাহে ভারতে অনুষ্ঠেয় দুর্যোগ ঝুঁকিহ্রাস বিষয়ে এশিয়ান মন্ত্রী পর্যায়ের কমিটির সভা নিয়ে আলোচনা হয়। সভায় ৫১ দেশের ৫ হাজার প্রতিনিধি অংশ নেবেন।

বৈঠককালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ্ কামাল উপস্থিত ছিলেন।