দূরপাল্লার বাস চালু না করলে বিক্ষোভের ডাক মালিক-শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ২৪ মে দেশের সব মহাসড়কে বিক্ষোভের ডাক দিয়েছে মালিক-শ্রমিকরা। দূরপাল্লার পরিবহন চালুর দাবিতে তাঁরা এ কর্মসূচিতে দিতে যাচ্ছে।

শনিবার (২২ মে) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দূরপাল্লার পরিবহন বিশেষ করে বাস চালুর দাবিতে আমরা ২৪ মে (রোববার) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি। পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলো যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে গণপরিবহন চলাচলে কিছুটা শৈথিল্য আনা হচ্ছে। এবার সীমিত পরিসরে দূরপাল্লার বাস চালুর সিদ্ধান্ত আসতে পারে। গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাব প্রধানমন্ত্রী বরাবর শনিবার পাঠানোর কথা রয়েছে। রোববার (২৩ মে) চলতি বাধা নিষেধ শেষ হচ্ছে। তবে দূরপাল্লার বাস চালু হলেও আপাতত সীমান্ত বন্ধই থাকবে।