দেবী দুর্গা কৈলাশের যাত্রা শেষ করে সপরিবারে মর্ত্যে আগমন করেন

মোঃনাজমুল আলম, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: ডোমারে মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হলো দুর্গোৎসব দেবীর মুখ উন্মোচনের পর বোধনের মাধ্যমে দশভুজাকে মর্ত্যে আবাহনের মধ্যদিয়ে নীলফামারীর ডোমারে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।
শনিবার (১লা অক্টোবর) উপজেলার ১০২টি পূজামণ্ডপের বেলগাছ তলায় অনুষ্ঠিত হয় কল্পারম্ভ মহাষষ্টীর বিহিত পূজা। ঢাক, শঙ্খ, উলু ধ্বনি আর আরতির মাধ্যমে দেবী দুর্গার বন্দনা করেন পুরোহিতরা। ঢাকের বাদ্যি, কাঁসরের ঘণ্টা, উলুর ধ্বনি, শঙ্খের আওয়াজের মাধ্যমে মহাষষ্ঠীর পূজো শুরু হয়।
শাস্ত্রমতে, আজকের দিনেই দেবী দুর্গা কৈলাশের যাত্রা শেষ করে সপরিবারে মর্ত্যে আগমন করেন। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে ডোমার উপজেলার ১০২টি পূজামণ্ডপে পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।