দেরিতে ঢাকা ছেড়েছে ধূমকেতু-নীলসাগর এক্সপ্রেস

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন ঘরমুখী মানুষ। বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল থেকেই রাজধানী ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে উপচেপড়া ভিড় দেখা যায়। যে যেভাবে পারছেন ভিড় ঠেলে ওঠার চেষ্টা করেন। ভিড় ঠেলে জানালা দিয়ে উঠতে দেখা যায় অনেককে। ছাদেও উঠেন অনেক যাত্রী। অবশ্য পরে তাদের নামিয়ে দেয়া হয়।

দেখা যায়, সকাল ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যায় সাড়ে ৮টার দিকে। আর ৬টা ৪০ মিনিটের নীলসাগর এক্সেপ্রেস ছেড়ে যায় সাড়ে ৯টার দিকে।

তবে, চট্টগ্রাম অভিমুখী মহানগর প্রভাতী ও তিস্তা এক্সপ্রেস স্টেশন ছেড়েছে নির্ধারিত সময়ে।

আসন্ন ঈদ উপলক্ষে গত ১ জুলাই থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়। ১ জুলাই দেয়া হয় রেলের ৫ জুলাইয়ের ট্রেনের টিকিট, ২ জুলাই ৬ জুলাইয়ের, ৩ জুলাই ৭ জুলাইয়ের, ৪ জুলাই ৮ জুলাইয়ের এবং ৫ জুলাই দেয়া হয় ৯ জুলাইয়ের ট্রেনের টিকিট। এ ছাড়া ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে বৃহস্পতিবার (৭ জুলাই) থেকে। আজ বিক্রি হচ্ছে ১১ জুলাইয়ের ফিরতি টিকিট। এ ছাড়া শুক্রবার (৮ জুলাই) দেয়া হবে ১২ জুলাইয়ের টিকিট, ৯ জুলাই ১৩ জুলাইয়ের, ১১ জুলাই ১৪ এবং ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে।