দেরিতে স্কুলে আসায় শিক্ষিকাকে মারধর করলেন অধ্যক্ষ

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের একটি স্কুলের প্রধান শিক্ষিকা মারধর করেছেন একই স্কুলের এক শিক্ষিকাকে। প্রতিষ্ঠানে দেরিতে আসার অভিযোগে ওই শিক্ষিকাকে মারধর করেন প্রধান শিক্ষিকা। ঘটনাটি সিসিটিবি ক্যামেরায় ধরা পড়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়েছে।

ভারতের আগ্রার সেগানা গ্রামের একটি প্রাক-মাধ্যমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।

স্কুলের অধ্যক্ষকে শুধু শিক্ষকা গুঞ্জন চৌধুরীকে লাঞ্ছিত করতে দেখা যায়নি বরং তার জামাকাপড় টেনে ছিঁড়ে ফেলার অভিযোগও তোলে গুঞ্জন চৌধুরীর বিরুদ্ধে। ভিডিওতে দেখা যায়, অধ্যক্ষকের হাত থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করছিলেন ওই শিক্ষিকা কিন্তু প্রধান শিক্ষিকা তার জামা টেনে ধরে রেখেছিলেন। মারধরের সময় প্রধান শিক্ষিকার ড্রাইভারও এগিয়ে আসেন এবং তাদের আলাদা কারার চেষ্টা করেন। কিন্তু সেও ওই শিক্ষিকার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন।

মারামারির সময় পেছন থেকে কেউ বলে ওঠেন, ‘ঘটানা ভিডিও করা হচ্ছে। ম্যাডাম আপনি অভদ্র আচরণ করছেন। এই আচরণ কি আপনার জন্য শোভনীয়?’ মারধরের সময় ওই শিক্ষকা আহত হয়েছেন বলে ক্যামেরায় দাবি করেন তার অন্য এক সহকর্মী।