বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাথে বৈঠক

দেশের সব মানুষই করোনার টিকা পাবেঃ স্বাস্থ্যমন্ত্রী

চুক্তি ও সমঝোতার মাধ্যমে আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রাপ্তির ভিত্তিতে দেশের সব মানুষই এই টিকা পাবে, বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (০৮ নভেম্বর) বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মি. মুস্তফা ওসমান তুরানের সঙ্গে সাক্ষাতকালে উভয় নেতা নিজ নিজ দেশের স্বাস্থ্যখাত প্রসঙ্গে আলোচনা করেন।

বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের করোনা পরিস্থিতি প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভারতের সিরাম ইনস্টিটিউট, বাংলাদেশের বেক্সিমকো ফার্মা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে করোনা ভ্যাকসিন সংক্রান্ত একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী ভারতীয় কোম্পানিটি দেশীয় বেক্সিমকো ফার্মার মাধ্যমে বাংলাদেশকে ৩ কোটি ভ্যাকসিন দেবে। বাংলাদেশ সরকার প্রথমে ৩ কোটি ভ্যাকসিন দিয়ে করোনা প্রতিরোধে কাজ শুরু করবে। এরপর পর্যায়ক্রমে আরও ভ্যাকসিন আমদানি করে দেশের সব মানুষকেই তার আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার।