দেশের ১১ জেলায় করোনায় ৮১ জনের মৃত্যুর খবর

মহামারী করোনাভাইরাসে দেশব্যাপী প্রতিদিনই বাড়ছে মৃত্যু। পালা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। সোমবার (০৯ আগস্ট) এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশের ১১ জেলায় করোনায় ৮১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলার করোনার চিত্র তুলে ধরা হলো-

কুষ্টিয়া: কুষ্টিয়ায় জেনারেল হাসপাতালে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জনের করোনা পজিটিভ ও ৫ জনের করোনা উপসর্গ ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন।

তিনি জানান, বর্তমানে হাসপাতালে ১১৭ জন করোনায় আক্রান্ত রোগী ও ৫১ জন উপসর্গ নিয়ে মোট ১৬৮ জন ভর্তি রয়েছেন।

পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫১১জনের নমুনা পরীক্ষা করে ১৪১ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৫৯ শতাংশ।

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শামীম ইয়াজদানী।

রোববার সকাল ৭টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে এদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৭ জন করোনায় আক্রান্ত ছিলেন বাকি ৪ জনের ছিল উপসর্গ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে মৃতদের মধ্যে রাজশাহীর ৫ জন, নাটোরের ২ জন, পাবনার ২ জন ও চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁর একজন করে ২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের দুটি আরটিপিসিআর ল্যাবে ৩৫৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যাদের মধ্য ৯৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে যা ২৭ দশমিক ২৪ শতাংশ।

হাসপাতালে কমেছে করোনা ও উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন মাত্র ৪২ জন। আর হাসপাতালে করোনার জন্য নির্ধারিত ৫১৩টি শয্যার মধ্য ৩৯৯ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ১৫ জন। এরা সবাই করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। ১৫ জনের মধ্যে বরিশালের ১০ জন, ঝালকাঠীর ৩ জন পটুয়াখালীর একজন ও মাদারীপুরের একজন রয়েছেন।

চাঁদপুর: চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু কমেছে তবে সংক্রমণ বেড়েছে।

এরা সবাই চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই সঙ্গে জেলায় ৬০২ জনের নমুনা পরীক্ষায় ২২১ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। এতে সংক্রমণের হার ৩৬ দশমিক ৭১ শতাংশ।

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, এই ৭ জনের মধ্যে করোনা পজিটিভে ১ জন এবং অন্যরা উপসর্গ নিয়ে মারা গেছেন। তিনি আরও জানান, হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন থেকে আগের ৫০টি মিটারের সঙ্গে আরো ৫০টি যোগ হয়েছে। একই সঙ্গে সিলিন্ডার থেকেও রোগীদের অক্সিজেন সেবা দেওয়া হচ্ছে। এতে মুমূর্ষু রোগীদের মৃত্যুর হার অনেকাংশে হ্রাস পেয়েছে।

এদিকে চাঁদপুরে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ১২ হাজার ২২৯ জন। একই সঙ্গে মারা গেছেন প্রায় ২০০ জন এবং উপসর্গ নিয়ে আরও ৫ শতাধিক।

খুলনা: গত ২৪ ঘণ্টায় খুলনার হাসপাতালগুলোতে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন।

কুড়িগ্রাম: কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জন করোনা পজিটিভ পাওয়া গেছে। এ ছাড়া করোনা আক্রান্ত হয়ে জেনারেল হাসপাতালে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেলে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁও: গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে।

দিনাজপুর: দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০৭ জন।

কি‌শোরগ‌ঞ্জ: কি‌শোরগ‌ঞ্জে ক‌রোনায় আরও ২ জ‌নের মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে ৭ জনের মৃত্য হয়েছে।

পঞ্চগড়: পঞ্চগড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় ১৩৩ জনের শরীরের নমুনা পরীক্ষা করে ৩৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১০১ জন। এ পর্যন্ত জেলায় ৫৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২ হাজার ১০৩ জন।

পঞ্চগড় সিভিল সার্জন ডা. মো.ফজলুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ে ১৩৩ জনের শরীরের নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ৩৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নতুন করে করোনাভাইরাস শনাক্ত হওয়া ৩৮ জনের মধ্যে, পঞ্চগড় সদর উপজেলায় ২১ জন, তেঁতুলিয়া উপজেলায় ৪ জন, আটোয়ারী উপজেলায় ৬ জন, বোদা উপজেলায় ১ জন ও দেবীগঞ্জ উপজেলায় ৬ জন।