দেশের ৬২ পুলিশ সুপারকে বদলি

বিসিএস (পুলিশ) ক্যাডারের ৬২ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দেখা গেছে, পুলিশ অধিদফতরের পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া আজিজুল ইসলামকে নৌপুলিশের (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে নিয়োগ দেয়া হয়েছে। ডিআইজি নৌপুলিশের কার্যালয়ের পুলিশ সুপার ড. আ. ক. ম. আকতারুজ্জামান বসুনিয়াকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

এর আগে গত ২৯ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা তিনটি আলাদা প্রজ্ঞাপনে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১১২ কর্মকর্তাকে বদলি করা হয়। গত ৩ আগস্ট এক প্রজ্ঞাপনে পুলিশের ৪০ জন কর্মকর্তাকে দেশের ৪০ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব দেয়া হয়।

তালিকা দেখুন