দেশে একদিনে করোনায় কমল মৃত্যু

দেশে নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৪৫ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৫৮৯ জনে। মোট শনাক্ত ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনাবিষয়ক নিয়মিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে একদিনে সুস্থ হয়েছে ৮ হাজার ১৫৯ জন। এ নিয়ে দেশে মোট ১৬ লাখ দুই হাজার ৫৫০ জন করোনা থেকে সুস্থ হলো। দৈনিক শনাক্তের হার ২১ দশমিক ৫০ শতাংশ। আজ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৬৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৬৮টি ল্যাবে ৩৮ হাজার ৮২১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ৩৮ হাজার ২৪৭টি। মৃতদের মধ্যে পুরুষ ১৫ ও নারী ১৪ জন। এদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিনজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিনজন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন।

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।