দেশে করোনায় আক্রান্ত আরও ১৩৫৮ জন, মৃত্যু ৩১

বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩১ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫১১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ১ হাজার ৩৫৮ জন। দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৯৬ হাজার ৩৪৩ জন।

শুক্রবার (২৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া, বিগত দিনে মৃতদের মধ্যে ১৮ জন পুরুষ ও ১৩ জন নারী ছিলেন। তাদের ৩০ জন দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান, আর একজন বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মহামারির সর্বশেষ শিকারদের মধ্যে ১০ জন করে ছিলেন ঢাকা ও চট্টগ্রাম বিভাগের, ৬ জন খুলনার, রাজশাহী ও রংপুর থেকে দুই জন করে এবং সিলেট বিভাগের একজন।

গত ২৪ ঘণ্টায় ১,০৬৪ জন রোগীকে কোভিড-১৯ মুক্ত ঘোষণা করা হয়, সেরে ওঠার হার বর্তমানে ৯২.৪৫ শতাংশ।

এছাড়া, কোভিড-১৯ ভিকটিমদের লিঙ্গ ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, তাদের মধ্যে ৯,০৩৭ জন পুরুষ এবং ৩,৪৭৪ জন নারী ছিলেন।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (২৮ মে) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ১১ হাজার ৬৪৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৭ হাজার ৬৬৮ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৫ লাখ ২৪ হাজার ৫০৭ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৯৬ লাখ ১৬ হাজার ৭১৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ কোটি ১৪ লাখ ৫৮ হাজার ৬২২ জন।