দেশে করোনায় একদিনে আরও ৪ জনের মৃত্যু

সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৭ জনে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৮৯৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৩ হাজার ৫৭৭ জনে। শনাক্তের হার ৩ দশমিক ৬৫ শতাংশ।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৯৭৬ জন। মোট সুস্থ ১৮ লাখ ১৪ হাজার ৬৬৫ জন। এই ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২৪ হাজার ৬০৫ জনের।

করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৩ কোটি ৫৯ লাখ ৬৯ হাজার ৮৮৪ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ৬৭ হাজার ৯৮৬ জনে। আর সুস্থ হয়েছেন ৩৬ কোটি ৬৩ লাখ ২৭ হাজার ৭০৩ জন।