দেশে করোনা আক্রান্ত ৮০৩ জনের মধ্যে চিকিৎসাধীন আছেন ৭২২

নিজস্ব প্রতিবেদকঃ দেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রথম একদিনে তিনজন শনাক্ত হয় ৮ মার্চ। এরপর থেকে প্রতিদিনই রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত সর্বমোট আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৮০৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪২ জন। মৃত্যু হয়েছে ৩৯ জনের। আর চিকিৎসাধীন রয়েছেন ৭২২ জন।
সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. সামিয়া তাহমিনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৮৪ জন। বর্তমানে আইসোলেশন রয়েছেন ২৯৯ জন। হাসপাতাল ও অন্যান্য প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৪৮৪ জন। অদ্যাবধি হোম কোয়ারেন্টিন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ২৪ হাজার ৪১১ জন।
বিজ্ঞতিতে বলা হয়, সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৭৩২টি। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৫৭০টি। আদ্যাবধি মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ২২৩টি।
এর আগে দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮২ জন। মোট আক্রান্ত হয়েছেন ৮০৩ জন। নতুন করে সুস্থ হয়েছেন তিন জন। মোট সুস্থ হয়েছেন ৪২ জন।