দেশে করোনা মৃত্যু বেড়ছে তিনগুন

দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৯৩৪ জনে দাঁড়িয়েছে। দেশে নতুন করে ২৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭৩ হাজার ২১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৫৭ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৩৭ হাজার ২২৪ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৩৬টি ল্যাবে ১৯ হাজার ৬৭০টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৯ হাজার ৬৪৮টি। করোনা শনাক্তের হার এক দশমিক ৩৫ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৪ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ দুজন ও নারী চারজন। এ নিয়ে ১৭ হাজার ৮৭৯ জন পুরুষ ও ১০ হাজার ৫৫ জন নারী করোনায় মারা গেছেন।

মৃত্যুবরণকারীদের মধ্যে দুজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ও চারজনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন চারজন। বেসরকারি হাসপাতালে মারা গেছেন একজন ও বাসায় মারা গেছেন একজন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।