‘দেশে তৃতীয় লিঙ্গের ভোটার ৪৪১ জন’

দেশে বর্তমানে মোট ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন ভোটার রয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৪৪১ জন।

আজ মঙ্গলবার জাতীয় ভোটার দিবসে চূড়ান্ত ভোটার তালিকায় এ তথ্য উল্লেখ করা হয়েছে।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, দেশে বর্তমানে পুরুষ ভোটারের সংখ্যা পাঁচ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার পাঁচজন, নারী ভোটার পাঁচ কোটি ৫১ লাখ ২২ হাজার ২২৩ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৪৪১ জন।

সাম্প্রতিক স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা আর বিগত জাতীয় নির্বাচনের নানা সমালোচনা মাথায় নিয়েই জাতীয় ভোটার দিবস পালন করছে ইসি।

ভোটার দিবসের এবারের প্রতিপাদ্য হলো ‘বয়স যদি আঠার হয়, ভোটার হতে দেরি নয়’। এমন বাস্তবতায় জাতীয় ভোটার দিবসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন প্রক্রিয়ার সংস্কার প্রয়োজন উল্লেখ করে এ সময় এই প্রক্রিয়ার কিছু ত্রুটি নিয়ে সমালোচনা করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আর প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, ‘মাহবুব তালুকদারের ইতিবাচক কিছু চোখে পড়ে না।’