দেশে প্রতি বছর ২২ হাজার নারী স্তন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন

নিজস্ব প্রতিবেদক : দেশে প্রতি বছর ২২ হাজার নারী স্তন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। এদের মধ্যে মধ্যে প্রায় ৭০ শতাংশ নারী চিকিৎসা ছাড়াই মারা যান বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ ছাড়াও ক্যানসার আক্রান্ত নারীদের মধ্যে স্তন ক্যানসার দ্বিতীয় অবস্থানে বলে জানিয়েছেন চিকিৎসরা।

বুধবার জাতীয় প্রেসক্লাবে স্তন ক্যানসার সচেতনতা মাস-২০১৭ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চিকিৎসকরা। আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।