দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক : তিন মাস লন্ডনে চিকিৎসা শেষে বুধবার বিকেলে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

লন্ডনের স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০ টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ২টা ১৫ মিনিট) এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে (ইকে-৫৮৬) লন্ডন ছেড়েছেন তিনি। বিকেল সাড়ে ৫টার দিকে তার ঢাকার হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

দলীয় কোনো কর্মসূচি না থাকলেও বিএনপি নেতা-কর্মীরা শুভেচ্ছা জানাতে বিমানবন্দর সড়কে অবস্থান নেওয়ার প্রস্তুতি নিয়েছেন।

খালেদা জিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা বিমানবন্দরে উপস্থিত থাকবেন। বিকেল ৩টা থেকে তাদের নেত্রীকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দর থেকে বনানীর কাকলী পর্যন্ত সড়কের ফুটপাতে নেতা-কর্মীরা অবস্থান নেবেন বলে তারা জানিয়েছেন।

তিন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্যে খালেদা জিয়া ফিরছেন দেশে। ফেরার পর বিএনপি চেয়ারপারসনকে গ্রেপ্তারের কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, মঙ্গলবার সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘পরোয়ানা হাতে আসলে এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

চিকিৎসার জন্য গত ১৫ জুলাই খালেদা জিয়া লন্ডন যান। বড় ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন তিনি। ঈদও করেন সেখানে।