দেশে ফিরেছেন শিরীন শারমিন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী ৬২তম সিপিএ সম্মেলন শেষে রোববার দেশে ফিরেছেন।

রোববার জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি গত ১১ থেকে ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত সিপিএর ৬২তম সম্মেলনে চেয়ারপারসন হিসেবে যোগদান করেন। সম্মেলনে সিপিএর নির্বাহী কমিটির সদস্য হিসেবে জাতীয় সংসদ সদস্য এবং ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ যোগদান করেন।

সম্মেলনে অন্যান্যের মধ্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত, ওয়ারেসাত হোসেন বেলাল, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং বেগম শিরীন নাঈম প্রতিনিধি হিসেবে যোগদান করেন।

স্পিকার সম্মেলনের উদ্বোধন করেন এবং নির্বাহী কমিটির সভা, সাধারণ অ্যাসেম্বলিসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

দেশে ফেরার পর বিমানবন্দরে জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্পিকারকে অভ্যর্থনা জানান।