দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল

ক্রীড়া প্রতিবেদক : নিউজিল্যান্ড থেকে বুধবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।

আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা। এরপর শুরু হবে ভারত সফরের মিশন। ৩১ জানুয়ারি জাতীয় দলের ক্রিকেটারদের ক্যাম্পে ডেকেছে বিসিবি। এর আগেই ৩০ জনের প্রাথমিক স্কোয়াড থেকে ১৪ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। নিউজিল্যান্ড থেকে সিডনিতে থেকে যাওয়া প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ৩১ জানুয়ারি ক্রিকেটারদের সঙ্গে ক্যাম্পে যোগ দিবেন।

আগামী ৯ ফেব্রুয়ারি ভারতে প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ। হায়দরাবাদে ম্যাচটি হওয়ার কথা রয়েছে। মূল মঞ্চে মাঠে নামার আগে ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। রঞ্জি ট্রফিতে অংশগ্রহণ করা হায়দরাবাদ দল কিংবা অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশর বিপক্ষে অনুশীলনে অংশ নিতে পারে। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এবারই প্রথম ভারতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ দল।

২০১৫ সালে শেষবার দুই দল সাদা পোশাকে মুখোমুখি হয়েছিল খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ড্র হয়েছিল। এর আগে চারবার ভারত সফর করেছিল বাংলাদেশ। ১৯৯০, ১৯৯৮, ২০০৬ ও ২০১৬ সালে ভারত সফরে যায় বাংলাদেশ। তবে দেশটিতে গিয়ে কোনো টেস্ট কিংবা দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি বাংলাদেশ। তাই ভারতের বিপক্ষে আসন্ন ঐতিহাসিক টেস্ট নিয়ে বেশ আগ্রহী দুদেশের ক্রিকেট ভক্তরাই।

প্রাথমিক স্কোয়াড: আব্দুল মজিদ, এনামুল হক বিজয়, আল-আমিন হোসেন, আলাউদ্দিন বাবু, ইবাদত হোসেন, ইমরুল কায়েস, কামরুল ইসলাম রাব্বী, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, মেহেদী হাসান সিদ্দীক, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, নাজমুল হোসেন শান্ত, কাজী নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, সাকিব আল হাসান, শুভাশিষ রায়, শুভাগত হোম, সৌম্য সরকার, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, তামিম ইকবাল, তানভীর হায়দার খান।