দেশে বেড়েছে সরিষার তেল দাম

সয়াবিন তেলের তাপ লেগেছে সরিষার বাজারেও। লিটারে বেড়েছে ৮০ থেকে ৯০ টাকা পর্যন্ত। বোতলজাত প্রতি লিটার সরিষার তেল খুচরা পর্যায়ে ৩৬০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

অস্থির ভোজ্যতেলের দামের সুযোগ নিয়ে চট্টগ্রামের খাতুনগঞ্জে গত এক মাসে দেশে উৎপাদিত ও আমদানি হওয়া উভয় সরিষার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

কয়েক মাস ধরে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজারে সয়াবিন তেলের দাম শুধু চড়া নয়, বাজার থেকে অনেকটা উধাও। এর বিপরীতে পরিমাণে কম হলেও দেশের সর্বত্র মিলছে সরিষার তেল। তবে চাহিদা বাড়ায় সরিষার বাজারও চড়া।

বর্তমানে দেশের বাজারে ২০টির বেশি ব্র্যান্ড ও নন ব্র্যান্ডের সরিষার তেল বিক্রি হয়।