দৌলতদিয়ায় ৩ নম্বর ফেরিঘাট বিলীন

রাজবাড়ী প্রতিনিধি : পদ্মায় তীব্র স্রোত ও অব্যাহত ভাঙনে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট বিলীন হয়ে গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ঘাটটি বিলীন হয়ে যায়। বর্তমানে ১ ও ৪ নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

এক মাস বন্ধ থাকার পর সোমবার দুপুরে ১ নম্বর ও বিকেলে ৪ নম্বর ফেরিঘাটটি চালু করতে সক্ষম হয় কর্তৃপক্ষ। ভাঙনের কারণে ২ নম্বর ঘাটটি আগে থেকেই বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের শাখা ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, বর্তমানে ১ ও ৪ নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে যেকোনো সময় ঘাট দুটি বিলীন হয়ে যেতে পারে। আর ঘাট দুটি বিলীন হয়ে গেলে দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ এ পথে বিচ্ছিন্ন হয়ে যাবে।