দ্বিতীয় দিনের মতো শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

নাব্যসংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ছয় দিন ধরে সব প্রকার ফেরি চলাচল বন্ধ রয়েছে। এখন দ্বিতীয় দিনের মতো লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

এতে চরম দুর্ভোগে পড়েছে দক্ষিণাঞ্চলের ২১ জেলার হাজার হাজার মানুষ। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে ট্রলার ও স্পিডবোটে পার হচ্ছে। দুরবস্থার সুযোগে জনপ্রতি ১৫০ টাকার স্থলে আদায় করা হচ্ছে ২০০ টাকা।

বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সাহাদাৎ হোসেন জানান, নাব্যতা না ফিরলে লঞ্চ চালানো সম্ভব না। লঞ্চ চলাচলের জন্য পানির গভীরতা ছয় ফুট দরকার হলেও পানি আছে চার ফুটের কম।

এই রুটে ১৭টা ফেরি, ৮৭টি লঞ্চ আর চার হাজার স্পিডবোট চলাচল করত। এখন শুধু স্পিডবোট দিয়ে পারাপার করছে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ। তবে লঞ্চ ও ফেরি চালু হবে তা নিশ্চিত করতে পারিনি ঘাট কর্তৃপক্ষ।