‘দয়া করে গুজবে কান দেবেন না, আমি ভালো আছি’

ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা ও ঢাকা-১৭ আসনের এমপি আকবর হোসেন পাঠান ফারুক দীর্ঘদিন ধরে অসুস্থ। শনিবার (৯ এপ্রিল) হুট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বর্ষীয়ান এ অভিনেতার মৃত্যুর খবর। প্রিয় অভিনেতার এমন সংবাদে বিচলিত হয়ে পড়েন নায়ক ফারুকের ভক্ত ও অনুরাগীরা। অনেকেই বিষয়টি সত্য ভেবে নিজেরাও প্রিয় নায়কের মৃত্যুসংবাদ প্রচার করতে থাকেন।

অবশেষে সব ভুল আর গুজবের অবসান ঘটেছে ফেসবুকে আকবর হোসেন পাঠান ফারুকের ভেরিফায়েড পেজের একটি পোস্টের মাধ্যমে। পোস্টে জানানো হয়েছে তিনি ভালো আছেন এবং সুস্থ আছেন।

রোববার (১০ এপ্রিল) বেলা ১১টায় নায়ক ফারুকের পক্ষে তার পেজ থেকে পোস্ট করেন চিত্রনায়ক জয় চৌধুরী। পোস্টে তিনি লেখেন: ‘আস্সালামুআলাইকুম, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের সবার প্রিয় ঢাকা-১৭ আসনের মাটি ও মানুষের নেতা চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। তিনি এখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে আছেন। ভাবি মিসেস ফারুক পাঠান আপনাদের কাছে ফারুক ভাইয়ের জন্য দোয়া প্রার্থনা করেছেন।’

এর আগে সকালে সময় সংবাদের সঙ্গে কথা হয় চিত্রনায়ক ফারুকের স্ত্রী ফারহানা পাঠানের। তিনি বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। কেমন আছেন এ চিত্রনায়ক এ প্রসঙ্গে ফারহানা পাঠান বলেন, ‘আলহামদুলিল্লাহ, তোমাদের প্রিয় ফারুক ভাই ভালো আছেন। তার সুস্থতার জন্য তোমাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘বারবার গুজব ছড়ানো হচ্ছে। আমরা অস্থির হয়ে যাচ্ছি এসব গুজবের কারণে। কাল রাত থেকে অনেক ফোন পেয়েছি। রোজা রেখে আজ সকাল থেকেও অনেক ফোন রিসিভ করছি। দয়া করে গুজবে কান দেবেন না।’