দ.কোরিয়ার একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে। শুক্রবার দেশটির সরকারি বার্তা সংস্থা ইয়োনহাপ এ তথ্য জানিয়েছে। ঘটনাস্থলের পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, রাজধানী সিউল থেকে ২৭০ কিলোমিটার দূরে মিরিয়াং এলাকার সেজং হাসপাতাল ভবনটি ধোঁয়ায় ঢেকে গেছে। ভবনের ওপর হেলিকপ্টার চক্কর দিচ্ছে এবং ভবনের আশেপাশে একাধিক অগ্নিনির্বাপনের গাড়ি মোতায়েন করা হয়েছে।

হাসপাতালটিতে বয়স্ক রোগীদের পরিচর্যা করা হতো। ভবনের ভেতরে প্রায় ২০০ রোগী ছিল এবং ভবনটির পাশেই নার্সদের থাকার জায়গা ছিল। .এদের মধ্যে ৯৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ইয়োনহাপ জানিয়েছে।

অগ্নিনির্বাপন বাহিনীর কমকর্তারা জানিয়েছেন, ৪০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

অগ্নিনির্বাপন বাহিনীর প্রধান চোই ম্যান উ সাংবাদিকদের জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।

তিনি বলেছেন, ‘হতাহতরা সবাই হাসপাতালের ও নার্স আবসনের। হাসপাতালে আনার পথে কয়েকজনের মৃত্যু হয়েছে।