দ.কোরিয়ায় পালিয়ে আসার সময় উ.কোরিয়ার এক সেনা গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক : পক্ষ ত্যাগ করে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে আসার সময় উত্তর কোরিয়ার এক সেনা গুলিবিদ্ধ হয়েছে। সোমবার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। বিবিসি জানিয়েছে, পানমুনজম গ্রামে উত্তর ও দক্ষিণ কোরিয়ার যৌথ নিরাপত্তা এলাকা (ডিএমজেড) পার হওয়ার সময় উত্তর কোরিয়ার সেনাবাহিনীর গুলিতে ওই সেনা আহত হয়। দক্ষিণ কোরিয়ার সেনারা পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

গত তিন বছরে কঠোর নিরাপত্তাপূর্ণ ডিএমজেড দিয়ে চতুর্থ সেনা পালিয়ে দক্ষিণ কোরিয়ায় যোগ দিলো। প্রতিবছর প্রায় এক হাজার লোক উত্তর কোরিয়া থেকে পালিয়ে দক্ষিণ কোরিয়ায় চলে আসে। তবে ডিএমজেড দিয়ে খুব কম সংখ্যক লোক পালায়। চলতি বছর অবশ্য উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা লোকের সংখ্যা কমেছে। এর মানে হচ্ছে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার সেনাপ্রধানের দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ডিএমজেডে যেখানে দুই দেশের সেনারা মুখোমুখি অবস্থান করছে , ওই এলাকার অংশ পানমুনজম গ্রাম দিয়ে ওই সেনা যৌথ নিরাপত্তা এলাকা পাড়ি দিয়েছে।