ধর্মঘট শেষে রাজধানীতে আজ থেকে ঢাকা এলাকায় মাংস বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক : ধর্মঘট শেষে রাজধানীতে আজ রোববার সকাল থেকে ঢাকা সিটি এলাকায় মাংস বিক্রি শুরু হয়েছে।

চার দফা দাবিতে ৬দিন রাজধানীতে গরুর মাংস বিক্রি বন্ধ রেখে ধর্মঘট করেছিলেন ব্যবসায়ীরা।

রাজধানীর কয়েকটি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, আগের দামেই মাংস বিক্রি করছেন ব্যবসায়ীরা। তবে দাবি মানা না হলে শিগগিরই দেশব্যাপী ধর্মঘট পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এমনকি দাবি মানলে ৩০০ টাকা কেজি দরেও গরুর মাংস বিক্রি করা হতে পারে বলেও মন্তব্য করেছেন মাংস ব্যবসায়ী সমিতির নেতারা।

মহাখালী কাঁচাবাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে কেজি ৪২০ টাকা দরে। এ ছাড়া মহিষের মাংস প্রতি কেজি ৪০০ টাকা, খাসি ৫৭০ টাকা এবং ভেড়া ও বকরির মাংস বিক্রি হচ্ছে ৪৭০ টাকায়। বিক্রেতারা বলছেন, কয়েকদিন মাংস বিক্রি বন্ধ থাকায় আজ বিক্রি বেশি হচ্ছে।

বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, আমরা ন্যায্যতা নিশ্চিতের দাবিতেই ধর্মঘট করেছি।

তিনি বলেন, সব দাবি পুরোপুরি মানলে ও বৈধ পথে গরু আমদানি করা গেলে এই দাম নেমে আসবে ৩০০ টাকার নিচে।

সমিতির পরবর্তী কর্মসূচির বিষয়ে মহাসচিব বলেন, ব্যবসায়ীদের দাবি আদায়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও ঢাকা সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। বৈঠকে আমরা চার দফা দাবি জানাবো। আলোচনা ফলপ্রসূ না হলে পরবর্তী সময়ে বৃহত্তর আন্দোলনে যাবো।

এর আগে শুক্রবার সমিতির কর্মসূচির বিষয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সমিতির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানেও একই কথা বলেছিলেন সমিতির নেতারা