ধারাবাহিক পারফরম্যান্সে ২০১৬ সালটা দারুণ কেটেছে মঈন আলীর

ক্রীড়া ডেস্ক : ব্যাটে-বলের ধারাবাহিক পারফরম্যান্সে ২০১৬ সালটা দারুণ কেটেছে মঈন আলীর। ইংলিশ অলরাউন্ডার তাই দারুণ এক কীর্তি গড়ে নাম লেখালেন রেকর্ড বইয়ে।

ইয়ান বোথাম ও জ্যাক ক্যালিসের পর টেস্ট ইতিহাসের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে ১০০০ রান ও ৩০ উইকেটের ‘ডাবল’ ছুঁয়েছেন মঈন।

চেন্নাইয়ে শেষ টেস্টের প্রথম দিন ভারতীয় পেসার ইশান্ত শর্মার বল মিড উইকেটে ঠেলে দুই রান নিয়ে চলতি বছর নিজের রান চার অঙ্কে নিয়ে যান মঈন। সেই সঙ্গে এক বছরে ১০০০ রান ও ৩০ উইকেটের ‘ডাবলে’ বোথাম-ক্যালিসের পাশে বসেন তিনি।

প্রথম খেলোয়াড় হিসেবে অসাধারণ এই ‘ডাবল’ ছুঁয়েছিলেন ইংলিশ কিংবদন্তি বোথাম। ১৯৮২ সালে ১০৯৫ রানের পাশাপাশি ৪৭ উইকেট নিয়েছিলেন তিনি। ২০০১ সালে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়েন ক্যালিস। দক্ষিণ আফ্রিকান গ্রেট ১১২০ রানের পাশাপাশি উইকেট নেন ৩৫টি।

এই ‘ডাবল’ ছুঁতে বোথাম খেলেছিলেন ১৩ টেস্ট। ক্যালিসের লেগেছিল ১৪ টেস্ট। ৮২’তে নিজের ব্যক্তিগত ২০৮-সহ বোথাম তিন অঙ্ক ছোঁয়া ইনিংস খেলেছিলেন তিনটি। ২০১১ সালে ক্যালিস সেঞ্চুরি করেছিলেন দুটি, জিম্বাবুয়ের সঙ্গে অপরাজিত ১৫৭ ও ১৮৯।

বোথাম-ক্যালিসের পাশে বসতে মঈন অবশ্য খেলেছেন ১৭ টেস্ট। তবে মঈন সেঞ্চুরি হাঁকিয়েছেন চারটি। তিনি ২০১৬ সাল শেষ করেছেন ১০৭৮ রান নিয়ে, উইকেট নিয়েছেন ৩৭টি। জো রুট (১৪৭৭), জনি বেয়ারস্টো (১৪৭০, অ্যালিস্টার কুক (১২৭০) ও বিরাট কোহলির (১২১৫) পর এ বছর টেস্টে হাজার রান করা পঞ্চম ব্যাটসম্যান মঈন।

চলতি বছর হাজার রান করার সুযোগ আছে আরো দুই ব্যাটসম্যানের সামনে। পাকিস্তানের সহ-অধিনায়ক আজহার আলী ৯৫০ ও অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ ৯১৪ রান নিয়ে আগামী সোমবার বক্সিং ডে টেস্ট শুরু করবেন।