নকল মশার কয়েল কারখানা সিলগালা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

বিশেষ প্রতিবেদকঃ নগরীর উত্তর পতেঙ্গা কাঠগর মুসলিমাবাদে মেসার্স সুইটি ট্রেডার্স নামের নকল কয়েল কারখানা সিলগালা করে দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ২৭ জুলাই সোমবার দুপর ২টার দিকে চট্টগ্রাম বন্দর এনএসআই’র তথ্যের ভিত্তিতে মেট্রো এনএসআই সদস্যদের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।

সূত্র জানায়, কারখানাটি থেকে ৭ লাখ টাকার মালামাল জব্দ ও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুঃ হাসানুজ্জামান জানান, একটি কয়েল ফ্যাক্টরি সিলগালা করে দেওয়া হয়েছে। আরেকটি কারখানার কাগজপত্র পরীক্ষা করে দেখছি আমরা।