নকশা এলে কবর সরানোর ব্যবস্থা : গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : লুই আই কানের নকশা দেশে আসার পর সংসদ ভবনের আশপাশ থেকে সব কবর অন্যত্র সরানোর বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদে সেলিনা বেগমের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, লুই আই কান প্রণীত সংসদ ভবনের নকশা, পুরো এলাকার মহাপরিকল্পনাসহ অন্যান্য অংশের স্থাপত্য নকশা যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের মহাফেজখানা থেকে আনার ব্যবস্থা নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে জানানো হয়েছে, নকশা পাঠানোর প্রস্তুতিমূলক কাজ চলছে। নকশা আসার পর পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র জানায়, চলতি অক্টোবর মাসেই নকশা আসতে পারে। প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ কয়েকজন ব্যক্তির কবর সংসদ ভবন এলাকায় রয়েছে।